Print Date & Time : 11 May 2025 Sunday 11:59 am

টাঙ্গাইলে অটোচালককে খুন

নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল): মধুপুরে অটোবাইক চালক কিশোরকে খুন করে অটো ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে।

অটোবাইক চালকের মরদেহ ফেলে অটোবাইক নিয়ে ছিনতাইকারীরা অটোবাইকটি নিয়ে যায়। উপজেলার মধুপুর পৌরসভার কাইদকাই এলাকার টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ২২ এপ্রিল শনিবার সন্ধ্যায় ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয়রা শনিবার সন্ধ্যায় বেগুন ক্ষেতে কাজ করতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের নাম মনি (১৪) সে জামালপুর জেলার সরিষাবাড়ির রোদ্রভয়রা পুগলদীঘি গ্রামের রফিক মিয়া ছেলে।

নিহতের বড় ভাই রবিন জানান, সে গতকাল শনিবার ঈদের দিন বিকেল ৩টার দিকে অটোবাইক নিয়ে বের হয়। বাড়ী ফিরতে দেরি হওয়ায় ফোনে যোগাযোগ করলে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ দেখায়। পরে চারদিকে খোজাখুজি করতে থাকে। এক পর্যায়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে মরদেহ ছবি দেখে তারা মধুপুর চলে আসে। মধুপুর থানায় গিয়ে মরদেহ দেখে নিহতের স্বজনরা সনাক্ত করে।
এই নিহত স্বজনদের ধারণা অটোবাইক ছিনতাই করে তাকে খুন করা হয়েছে। উদ্ধার কৃত মরদেহে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে পুলিশ জানিয়েছে।

মধুপুর থানা অফির্সাস ইনচার্জ মাজহারুল আমিন বিপিএম জানান, লাশ উদ্ধা করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের প্রস্তুতি চলছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//