Print Date & Time : 8 August 2025 Friday 5:53 am

টাঙ্গাইলে কর্মরত জবির প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :
টাঙ্গাইল জেলায় বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১ এপ্রিল) টাঙ্গাইল ঝাউবন রেস্টুরেন্টে এ ইফতার ও মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পুর্বে বিশেষ দোয়া করা হয়।

এ সময় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্টি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ কে এম মহিউদ্দিন, আয়কর অঞ্চল গাজীপুর বিভাগের উপকর কমিশনার সোহেল রানা, মধুপুর উপজেলার সাবরেজিষ্টার মো. জাহিদুল ইসলাম এবং মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. জুবদিল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ//