
টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোয়ন পেলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। আজ শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির মনোয়ন বোর্ড প্রবীন এই আওয়ামীলীগ নেতাকে নৌকার মাঝি হিসেবে টাঙ্গাইলে জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোয়ন দিয়েছেন বলে তার পুত্র খান আহমেদ শুভ এমপি নিশ্চিত করেছেন।
ফজলুর রহমান খান ফারুক চেয়ারম্যান পদে নৌকার মনোয়ন পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি, মির্জাপুর প্রেস ক্লাব, সাংবাদিক সংস্থা, ব্যবসায়ী সংগঠন, শিক্ষক সংগঠনসহ বিভিন্ন সুশিল সমাজের নেতৃবৃন্দ।
ফজলুর রহমান খান ফারুক বর্তমান জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জেলা আওয়ামীলীগের সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ, একুশে পদকপ্রাপ্ত, সাবেক গণপরিষদ সদস্য ও সাবেক এমপি।
তার পুত্র খান আহমেদ শুভ টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য, টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রিজের সভাপতি ও এফবিসিসিআইসির পরিচালক।
জানা গেছে, ফজলুর রহমান খান ফারুকের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কহেলা গ্রামে। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন। একাধারে তিনি কবি, সাহিত্যিক, গল্পকার, সমাজ সেবক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা গুনে গুনান্মিত।
ছাত্রজীবন থেকেই তিনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ৫২ ভাষা আন্দোলন, ৫৪ যুক্তফ্রন্ট, ৬৯ এর গণঅভ্যুথান, ৭১ এর মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি টাঙ্গাইলের আওয়ামীলীগকে অত্যান্ত সু-সংগঠিত করে রাখেন। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে অত্যান্ত দক্ষ ও সুনামের সঙ্গে দায়িত্ব করেন। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি পেয়েছেন একুশে পদক।
আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন। চেয়ারম্যান পদে ফজলুর রহমান খান ফারুক বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে পারেন বলে একাধিক সুত্র জানিয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১০,২০২২//