বিএনপির ডাকা সকাল সন্ধা হরতালের ফলে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু মহাসড়ক হয়ে রাজধানী ঢাকার সাথে বাস চলাচল বন্ধ রয়েছে।
রোববার (২৯ আগস্ট) টাঙ্গাইল বাস টার্মিনালসহ
বিভিন্ন উপজেলার বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের ও চাকরিজীবী মানুষ। বিকল্প হিসেবে সিএনজি, অটোরিক্সা ও অটোভ্যানে গাদাগাদি করে কর্মস্থলে যাচ্ছে তারা। তবে এপর্যন্ত মহাসড়কের কোথায় কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে দূরপাল্লার গণপরিবহন চলাচল না করলেও পণ্যবাহী ট্রাক চলাচল করছে। যে কোন বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এপর্যন্ত কোথাও কোন সমস্যার সৃষ্টি হয়নি।
হরতালের সমর্থনে সকালে কোর্ট চত্ত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। হরতালের সমর্থনে টাঙ্গাইল জেলা বিএনপি ও উপজেলা বিএনপি ও ছাত্রদলের অঙ্গসংগঠনের কোথাও কোন পিকেটিং করতে দেখা যায়নি।
বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বন্ধ রয়েছে সকল ধরনের যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের ও চাকরিজীবী মানুষ। বিকল্প হিসেবে সিএনজি, অটোরিকশা ও অটোভ্যানে গাদাগাদি করে কর্মস্থলে যাচ্ছেন তারা। তবে এপর্যন্ত মহাসড়কের কোথাও কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
অন্যদিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি
-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য,পুলিশ হত্যা, সাংবাদিকদের মারধর, অপরাজনীতি ও হরতালের প্রতিবাদে শান্তি সমাবেশ ও প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে দুপুরে কোর্ট চত্ত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল সদর ও ভূঞাপুরসহ টাঙ্গাইলের বেশ
কয়েকটি উপজেলায় হরতাল বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ করতে দেখা গিয়েছে।
এদিকে হরতালকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলার প্রত্যেকটি উপজেলায় ও মহাসড়ক, আঞ্চলিক সড়কের বিভিন্ন পয়েন্টে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।