মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে এস এস পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাড়ির ঘরের উপর পড়ে যায়। এতে এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ১০ জন। নিহত বৃদ্ধ আব্দুল হালিম (৬০) উপজেলার কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা। তিনি কুঠিবয়ড়া বাজার মোড়ে জিলাপির দোকান করতেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা সময় টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের কুঠিবয়ড়া বাজার মোড়ে এই ঘটনা ঘটে। জানা যায়, দুর্ঘটনার সময় নিহত হালিম সড়কের মোড়ে থাকা ভ্যানটি পলিথিন দিয়ে ঢেকে রাখতে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে
তাকে চাপা দেয়ে ঘরের উপর উঠে যায়। পরে স্থানীয়রা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে। এসময় প্রায় ১০ জন আহত হয়েছে। স্থানীয়রা জনান, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী এসএস ট্রাভেল ও ভাই তাই পরিবহন নামের যাত্রীবাহি দুইটি বাস বেপরোয়া গতিতে আগে যাওয়ার প্রতিযোগিতা করে। হঠাৎ বাস দুটি কুঠিবয়ড়া বাজার মোড় পার হওয়ার সময় এসএস ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা পথচারীকে চাপা দিয়ে বসত ঘরের উপর পড়ে যায়। এতে ঘরে থাকা শাশুড়ি ও ছেলের বউ আহত হয়। এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া কয়েকজন বাসের যাত্রী আহত হয়েছেন।