টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ড. মো. আতাউল গনির নিকট মনোনয়নপত্র জমা দিলেন বীর মুক্তিযোদ্ধা জননেতা ফজলুর রহমান খান ফারুক। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) উৎসব মুখর পরিবেশে তিনি এ দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ সময় টাঙ্গাইল জেলার সিনিয়র নির্বাচন অফিসার এ এইচএম কামরুল হাসান, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. মো. জোয়াহেরুল ইসলাম জহের এমপি, মো. ছানোয়ার হোসেন এমপি, খান আহমেদ শুভ এমপি, তানবীর হাসান ছোট মনি এমপি, টাঙ্গাইল পোৗরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আশরাফ-উজ্জামান স্মৃতি, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশিদ মামুন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাজাহান আনসারীসহ জেলা ও বিভিন্ন উপজেলার আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা জননেতা ফজলুর রহমান খান ফারুকের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কহেলা গ্রামে। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন। একাধারে তিনি কবি, সাহিত্যিক, গল্পকার, সমাজ সেবক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা গুনে গুনান্মিত। ছাত্রজীবন থেকেই তিনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পরেন। ৫২ ভাষা আন্দোলন, ৫৪ যুক্তফ্রন্ট, ৬৯ এর গণঅভ্যুথান, ৭১ এর মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তিনি টাঙ্গাইলের আওয়ামীলীগকে অত্যান্ত সু-সংগঠিত করে রেখেছেন। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে অত্যান্ত দক্ষ ও সুনামের সঙ্গে দায়িত্ব করেন। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি পেয়েছেন একুশে পদক। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন। টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্ষিয়ান এই রাজনীতিবিদ ও টাঙ্গাইলের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুককে জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের মনোয়ন বোর্ড নৌকার টিকেট দিয়েছেন। বিপুল ভোটের ব্যবধানে প্রবীন এই রাজনীতিবিদ দ্বিতীয় বারের মত টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত এখন সময়ের ব্যাপার বলে দলীয় নেতাকর্মীগন জানিয়েছেন।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৪,২০২২//

Discussion about this post