Print Date & Time : 5 July 2025 Saturday 11:34 am

টাঙ্গাইলে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসার এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসার এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সহযোগিতায় ক এবং খ গ্রুপে দুই শতাধিক শিক্ষার্থী এ্যাথলেটিকস প্রতিযোগতায় অংশ নেয়।

বুধবার (২৫ জানুয়ারি) মির্জাপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ গ্রহনে উৎসব মুখর পরিবেশে এ এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে বেলুন উড়িয়ে এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন ও বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন খান আহমেদ শুভ এমপি, সদস্য ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার জানান, এ্যাথলেটিকস প্রতিযোগতায় মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। অতিথিদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওযামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, মির্জাপুর পৌরসভার মেয়র সারমা আক্তার শিমুল, মির্জাপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও মো. আজাহারুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৫ জানুয়ারি ২০২৩