মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ।। টাঙ্গাইলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালিন দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা বাবদ উপহার পেলেন টাঙ্গাইলের ২১ জন সাংবাদিক। এর মধ্যে মির্জাপুর উপজেলায় কর্মরত ১০ সাংবাদিক।
বুধবার (১০ আগস্ট) টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকের হাতে চেক তুলে দেয়া হয়।
এ উপলক্ষে সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, সহকারী কমিশনার দীপ ভৌমিক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ এবং সাধারন সম্পাদক জাকেরুল মওলা।
মির্জাপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ হাজার টাকা হিসেবে চেক পেয়েছেন নিরঞ্জন পাল (দৈনিক জনকন্ঠ), মীর আনোয়ার হোসেন টুটুল (দৈনিক ইত্তেফাক ও মোহনা টেলিভিশন), মো. শামসুল ইসলাম সহিদ (দৈনিক দেশ রুপান্তর), মো. জহিরুল ইসলাম শেলী (দৈনিক ভোরের কাগজ), মো. এরশাদ মিঞা (দৈনিক কালের কণ্ঠ), মো. নাজমুল ইসলাম (এশিয়ান টিভি), মো. রায়হান সরকার রবিন (দি বাংলাদেশ টুডে), শাহ সৈকত মুন্না (দৈনিক খোলা কাগজ), মোহাম্মদ মোজাম্মেল হক (বিজয় টিভি) এবং উত্তম বণিক (পাক্ষিক নতুন প্রহর)।
আর//দৈনিক দেশতথ্য/১১ আগষ্ট-২০২২