Print Date & Time : 15 May 2025 Thursday 4:34 pm

টাঙ্গাইলে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস ছোবহানের অপসারণের দাবিতের মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (১২ অক্টোবর) সকাল ১১ টায়, ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে সাধারণ জনগণ এ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বিভিন্ন অনিয়ম দুর্নীতির কথা উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় টাঙ্গাইল-২ আসনের সাবেক এমপি ছোট মনিরের মদদপুষ্ট হয়ে গেলো দুই বছরে ব্যাপক অনিয়ম দুর্নীতি করে টাকা কামিয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কে চিকিৎসার নামে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছে। প্রতিদিন তিনি এসেই ভর্তি রোগী দেখে আল্ট্রা, এক্সরে, প্যাথলজিক্যাল পরীক্ষা করার স্লীপ হাতে ধরিয়ে দেন। আর পরীক্ষা নিরিক্ষার কোনো রশিদ দেওয়া হতো না। নিজেই হাসপাতালের বিভিন্ন আয়ের খাত থেকে ইচ্ছে মত টাকা নিয়ে নাম মাত্র সরকারি কোষাগারে জমা দেন।
এছাড়া তার বিরুদ্ধে হাসপাতাল মসজিদের টাকা আত্মসাত, নিয়ম বহির্ভূত ভাবে জনবল নিয়োগ, তার অধিনস্থ কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে জোর করে স্বাক্ষর নিয়ে বিভিন্ন অনুদানের টাকা উত্তোলন করাসহ বিস্তর অভিযোগ উল্লেখ করা হয়। এসব বিষয়ে দেশের একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে। ডাঃ ছোবাহান এডহক কোটায় নিয়োগ পেয়েও তার দৌরাত্মে হাসপাতালের অন্যান্য ডাক্তার, কর্মচারীরা ভীত তটস্থ থাকে। বিভিন্ন সময় হাসপাতালের স্টাফদের অনুদানের টাকাও জোর করে অগ্রিম স্বাক্ষর নিয়ে আত্মসাৎ করেছেন। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত তাদের মত প্রকাশ করেন, মাহিম তরফদার, দেলোয়ার হোসেন, সাদিকুল ইসলাম বাবু প্রমুখ।