টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে সার্জেন্ট মোহাম্মদ আলী প্রচারণা শুরু করেছেন।
গতকাল ১৮ ডিসেম্বর সোমবার সন্ধায় মধুপুর উপজেলা চত্বর থেকে মিছিল সহকারে এ প্রচারণা শুরু করেন।
মিছিলটি পৌর শহরের মার্কেট এলাকা, মধুপুর হাট ও কল্লোল সিনেমা হল হয়ে পুনরায় উপজেলা চত্বর প্রদক্ষিণ করে প্রার্থীর নিজ বাড়ি এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সার্জেন্ট মোহাম্মদ আলী নেতাকর্মীদের একতাবদ্ধ হয়ে লাঙ্গল প্রতীকের প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং লাঙ্গল প্রতীকে সকলের কাছে ভোট প্রার্থনা করেন। এ উৎসব মুখর নির্বাচনী প্রচারণার অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মীর মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক এম এ হান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল খালেক, পৌর সভাপতি অভিজিৎ দেব, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জাপার বিভিন্ন এলাকার নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য এ আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের হেভীওয়েট প্রার্থী বর্তমান সরকারের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দৈনিক দেশতথ্য//এইচ//