Print Date & Time : 17 May 2025 Saturday 2:55 am

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে জামানত হারিয়েছেন ৬ প্রার্থী

দ্বাদশ মহান জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর সংসদীয় আসনে ৬ এমপি প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

১৩৬, টাঙ্গাইল-৭ মির্জাপুর এই সংসদীয় আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছিলেন। গতকাল রবিবার (৭ জানুয়ারি) নির্বাচনের পর রাত সারে দশটায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বেসরকারী ভাবে ফলাফল ঘোষনা করেন।

ফলাফলে দেখা যায় ৮ জন প্রতিদ্বন্ধি প্রার্থীর মধ্যে ৬ জনই তাদের জামানত হারিয়েছেন।

জামানত হারানো এমপি প্রার্থীরা হলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. গোলাম নওজব পাওয়ার চৌধুরী (হাতুড়ী) তিনি পেয়েছেন ২৬৪ ভোট, কৃষক শ্রমিক জনতলীগের মো. আরমান হোসেন তালুকদার তাপস (গামছা) তিনি পেয়েছেন ১৩৪০ ভোট, জাতীয় পার্টির মো. জহিরুল ইসলাম জহির (লাঙ্গল) তিনি পেয়েছেন ৩৬৮ ভোট, জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের মো. মঞ্জুর রহমান মনজু (মশাল) তিনি পেয়েছেন ১৫৩ ভোট, জাকের পার্টির মো. মোক্তার হোসেন (গোলাপ ফুল) তিনি পেয়েছেন ৫১২ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের শ্রী রুপা রায় চৌধুরী (ডাব) তিনি পেয়েছেন ১০৫ ভোট।

আজ সোমবার (৮ জানুয়ারি) উপজেলা নির্বাচন অফিস ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্র জানায়, নির্বাচন কমিশনের বিধিমালায় একজন প্রার্থীকে তার জামানত টিকিয়ে রাখতে হলে ঐ সংসদীয় আসনে বৈধ ভাবে মোট কত ভোট কাস্ট হয়েছে তার ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হবে। যদি তার চেয়ে এক ভোটও কম পেয়ে থাকেন তাহলে তিনি জামানত হারাবেন। টাঙ্গাইল-৭ মির্জাপুর সংসদীয় আসনে মোট ভোট কাস্ট হয়েছে এক লাখ ৪৮ হাজার ৩৬৭ ভোট। সেই হিসেবে একজন প্রার্থীকে ১৮ হাজার ৫৪৫ ভোট পেতে হবে।
ফলাফলে দেখা গেছে ৮ জন প্রার্থীর মধ্যে বিজয়ী বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী খান আহমেদ শুভ পেয়েছেন ৮৮ হাজার ৩৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু পেয়েছেন ৫৭ হাজার ২৩১ ভোট। অপর ৬ প্রার্থী কাম্য সংখ্যক ভোট না পাওয়ায় তারা জামানত হারিয়েছেন। এই আসনে শতকরা ভোট পরেছে ৪২ দশমিক ০৬ শতাংশ।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, গতকাল রবিবার দ্বাদশ মহান জাতীয় সংসদ নির্বাচনে ১৩৬, টাঙ্গাইল-৭ মির্জাপুর সংসদীয় আসনে ৮ এমপি প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। নির্বাচন কমিশনের নির্বাচন বিধিমালায় একজন প্রার্থীকে তার জামানত টিকিয়ে রাখতে হলে বৈধ ভাবে মোট কত ভোট কাস্ট হয়েছে তার ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হবে। টাঙ্গাইর-৭ মির্জাপুর আসনে ৬ জন প্রার্থী কাম্য সংখ্যক ভোট পাননি। ফলে তারা জামানত ফেরত পাবেন না।

দৈনিক দেশতথ্য//এইচ//