Print Date & Time : 1 May 2025 Thursday 10:29 pm

টানা বৃষ্টিতে কুষ্টিয়া শহরে হাঁটু পানি

কুষ্টিয়া প্রতিনিধি: প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে টানা বৃষ্টিতে কুষ্টিয়া শহরের প্রায় সব সড়কে হাঁটু পানি জমে গেছে। এক কথায় বলতে গেছে ডুবে গেছে কুষ্টিয়া শহর। শহর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া ডিসি কোর্ট, জজ কোর্ট, জেলা পরিষদ, কুষ্টিয়া টিএন্ডটিসহ প্রায় সকল অফিসে হাঁটু পানি জমেছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, কুষ্টিয়ায় প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে একশো মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।
কৃষি আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের কুমারখালী, কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, কুষ্টিয়া জেলায় একমাত্র কুমারখালী ছাড়া অন্য কোথাও বৃষ্টিপাত পরিমাপ করার ব্যবস্থা নেই। মঙ্গলবার বেলা ১২ টা থেকে ১২ টা ২০ মিনিট পর্যন্ত কুমারখালী উপজেলায় ১৪ মিলিমিটারের মত বৃষ্টিপাত হয়েছে। তিনি বলেন, ৮৯ মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হলে আমরা সেটিকে ভারী বৃষ্টিপাত হিসেবে গণ্য করি। তাঁর মতে, সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘন্টায় কুষ্টিয়া শহরে প্রায় ১শ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। এবং এটি এ বছরের একটানা বৃষ্টিপাতের সর্বোচ্চ রেকর্ড বলে তিনি মন্তব্য করেন। এদিকে একটানা ভারী বৃষ্টিপাতের ফলে কুষ্টিয়া শহরের অনেক এলাকায় বাড়ি ঘরে পানি ঢুকে পড়েছে। হাঁটু পানি জমেছে কুষ্টিয়া জজ কোর্টের পুরনো আইনজীবী ভবনের নীচ তলায়। হাঁটু পানির মধ্যেই আইনজীবীদের দৈনন্দিন কাজ-কর্ম করতে দেখা গেছে। শহরের অধিকাংশ সড়কে হাঁটু পানি জমে যাওয়ায় জনদুর্ভোগ চরমে পৌছেছে। অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি নিস্কাশনে সমস্যার সৃষ্টি হচ্ছে।

দৈনিক দেশতথ্য//এল//