সাকিবের দিনের প্রথম ওভারে করুণারত্নে একটি চার হাঁকিয়েছিলেন। পরের তিন ওভার মেডেন বাঁহাতি স্পিনারের। চতুর্থ ওভারে মোসাদ্দেক মিস ফিল্ডিং না করলে ওই ওভারটিও মেডেন হয়ে যেত। নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের চাপে রাখা সাকিব পঞ্চম ওভারে পেয়ে গেলেন সাফল্য।
বারবার সুযোগ পাওয়া করুণারত্নকে বোল্ড করে সাকিব দেখিয়েছেন সাজঘরের পথ। রাউন্ড দ্য উইকেট থেকে হাওয়ায় ভাসানো বল অফস্টাম্প বরাবর পিচ করে বাক খেয়ে করুণারত্নের মিডল স্টাম্পে আঘাত করে। বলের ফ্লাইট দেখে পায়ের ব্যবহার করে সামনে খেলতে চেয়েছিলেন লঙ্কান অধিনায়ক। তাতেই বিপদ ডেকে আনেন। ৮০ রানে সাজঘরে ফিরেছেন করুণারত্নে। সাকিব পেয়ে গেলেন নিজের দ্বিতীয় উইকেট।
রাজিথাকে ফিরিয়ে দিন শুরু বাংলাদেশের
নাইটওয়াচম্যান ব্যাটসম্যানকে থিতু হতে দিলেন না ইবাদত হোসেন। দিনের দ্বিতীয় বলে কাশুন রাজিথাকে বোল্ড করে সাজঘরের পথ দেখালেন। তৃতীয় দিনের শুরুতে বল হাতে সাফল্য পেল বাংলাদেশ। দল যেমন শুরু চেয়েছিল তেমন শুরু এনে দিলেন ডানহাতি পেসার। উইকেটে নতুন ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুজ। চট্টগ্রামে ডানহাতি এ ব্যাটসম্যান ১৯৯ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে আউট হন শূন্য রানে। আজ কেমন করেন সেটাই দেখার।
সুযোগ নিতে পারবে তো বাংলাদেশ?
পড়ন্ত বিকেলে সাকিবের বলে কুশল মেন্ডিস এলবিডব্লিউ। এরপর কাশুন রাজিথাকে নিয়ে দিন কাটিয়ে দেন দিমুথ করুণারত্নে। অথচ এই ইনিংসে তিনটি সুযোগ দিয়েও টিকে আছেন। তাইজুলের বলে শর্ট লেগে জয়, স্কয়ার লেগে মুমিনুল তার ক্যাচ লুফে নিতে পারেননি। আরেকবার তার নিশ্চিত এলবিডব্লিউয়ে রিভিউ নিতে সাহস করেননি মুমিনুল হক। তাতে লঙ্কান অধিনায়ক পেয়ে যান সুযোগ। সেগুলো হাতছাড়া না হলে ম্যাচের গল্পটা অন্যরকম হতে পারতো। হয়নি। তবে সুযোগ আবারো আসবে। আজ সেই সুযোগগুলো নিতে পারলেই এগিয়ে যাবে বাংলাদেশ।
কে নেবে ম্যাচের নিয়ন্ত্রণ?
ঢাকা টেস্টের দুই দলই ফল প্রত্যাশা করছে। অতীত রেকর্ড তাই বলে। এই মাঠে আগের ২২ ম্যাচের ১৯টিতেই হয়েছে ফল। ড্র হওয়া তিন ম্যাচেই বড় প্রভাব ছিল বৃষ্টির। এবার বৃষ্টির চোখ রাঙানি নেই। তবে প্রকৃতির ওপর তো কারো হাত নেই।
বৃষ্টির প্রভাব থাকুক আর নাই থাকুক ম্যাচে ফল চায় দুই দল। দ্বিতীয় দিন পর্যন্ত দুই দল সমানে সমান লড়াই করেছে। আজ যারা এগিয়ে থাকবে ম্যাচের নাটাই থাকবে তাদের হাতেই। বাংলাদেশ সকালের সেশনে দুই-তিনটি উইকেট নিতে পারলে এগিয়ে যাবে। আর শ্রীলঙ্কা চাইবে রান বড় করতে। ম্যাচের নিয়ন্ত্রণ কে নেবে সেটাই দেখার।
জা//দেশতথ্য/২৫-০৫-২০২২//১২.০৬ পি এম

Discussion about this post