হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মুদি দোকানে টিসিবির পণ্য বিক্রি করার অপরাধে ওই দোকানের মওদাগরকে মনির উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলের দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে অভিযান উল্লেখিত ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ খলিফাপাড়া ফকিরের দোকান এলাকার মনির উদ্দিনের দোকান থেকে ১৪ কেজি ডাল ও ৬ লিটার (৩ বোতল) সয়াবিন তেল জব্দ করা হয়। প্রকৃতপক্ষে ভর্তুকি মূল্যে খোলা বাজারে বিক্রির জন্য সরকার টিসিবি পণ্যের বরাদ্দ করেছেন। ভোক্তারা এসব পণ্য ভর্তুকি মূল্যে পাওয়ার কথা। কিন্তু মুদি দোকানে পণ্যগুলো স্বাভাবিক মূল্যে বিক্রি করে ভোক্তাদের ঠকানো হচ্ছিলো। তাই দোকান মালিককে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর ৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, টিসিবির পণ্য দোকানে কিভাবে গেলো কার মাধ্যমে গেলো তা বের করার চেস্টা চলছে। শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২২,২০২২//