Print Date & Time : 13 May 2025 Tuesday 1:45 pm

টেকনাফ থেকে ইয়াবা কিনে চট্টগ্রামে বিক্রি করে

চট্টগ্রাম মহানগরী থেকে ১ হাজার ৩০০ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ উত্তর পাড়া গ্রামের প্রয়াত হোসেন আহাম্মদের মেয়ে নুর নাহার বেগম (৪৫), একই গ্রামের প্রয়াত সুলতান আহম্মদের মেয়ে খুরশিদা বেগম (৩২), মো. আলমগীর হোসেনের ছেলে মো. আরমান (২২)।

তাদের বুধবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে সিনেমা প্যালেস লয়েল রোড এলাকা থেকে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৩০০টি ইয়াবা পাওয়া যায়।

ওসি জানান, তারা মূলত টেকনাফ থেকে কম দামে ইয়াবা কিনে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক কারবারি ও মাদকসেবীদের কাছে বেশি দামে বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

বা// দৈনিক দেশতথ্য// ১৭ নভেম্বর//