Print Date & Time : 22 August 2025 Friday 10:31 am

টেপা মাছ খেয়ে মৃত ১, অসুস্থ্য ৭ জন

শ্যামনগরে টেপা মাছ খেয়ে একই পরিবারের ৮ জন মারাত্মক অসুস্থ হয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এরমধ্যে মৃত আনসার গাজীর ছেলে মতিয়ার রহমান (৫৫) উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করে।

ঘটনাটি ঘটেছে শ্যামনগর উপজেলার ঈশ্বরী পুর ইউনিয়ন বংশীপুর গ্রামের গাইনপাড়া এলাকায়। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে মৃত আনসার আলীর ছেলে মতিয়ার রহমান বাজার থেকে সাগরের টেপা মাছ ক্রয় করে। দুপুরে রান্না করে তার পরিবারের সদস্য মতিয়ার রহমানের পুত্র সাগর হোসেন, নজরুল ইসলামের স্ত্রী মোমতাজ (৩০),সাগরের স্ত্রী সিলমি (২০), নজরুলের শিশু পুত্র মাহীর (২) খাওয়া-দাওয়া করে।

টেপা মাছ খাওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে একে একে সকলে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় সকলকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে সকলকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় প্রেরণ করেন।

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৬,২০২২//