লালমনিরহাট প্রতিনিধি:জেলার কালিগঞ্জের কাকিনা ইউনিয়নের গোপাল রায় গ্রামে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে কাইয়ুম মিয়া(১৮) নামের এক যুবকের।
সে ওই গ্রামের আব্দুল কাদেরের পুত্র। আজ শুক্রবার জুম্মার নামাজের পর দুপুরে এই মার্মন্তিক দূর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, লালমনিরহাট হতে বুড়িমারী গামী যাত্রীবাহী ট্রেনটি গোপাল রায় গ্রামে পৌঁচ্ছালে বাড়ির গৃহপালিত গরুরর বাছুরটি দৌড়ে লাইনের উপর উঠে যায়। ট্রেনটি হুসেল দিলেও বাছুরটি লাইন হতে সরে না যাওয়ায় দৌড়ে গিয়ে যুবকটি বাছুরকে তাড়িয়ে দেয়। এরমধ্যে ট্রেনটি চলে আসে। সেই রেললাইন হতে সরতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুরে ছিটকে পড়ে ঘটনা স্থলে মারা যায়।
লালমনিরহাট রেলওয়ে থানার এসআই আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। এই রেলরুট সংলগ্ন ঘনবসতি রয়েছে। অসাবধানতায় রেলওয়ে এ রুটে কাটাপড়ে মৃত্যুর কারণ।
দৈনিক দেশতথ্য//এইচ//