Print Date & Time : 25 August 2025 Monday 12:22 am

ট্রাকের ধাক্কায় মাংস ব্যবসায়ী নিহত

জেলার কালীগঞ্জ উপজেলায়  ট্রাকচাপায় হোসেন আলী (৫০) নামে এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ১২টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসেন আলী আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি এলাকার বাসিন্দা। তিনি নামুড়ি বাজারের গরুর মাংস বিক্রি করতে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাকিনা ওয়াবদা বাজাওে যাওয়ার পথে ১টি ট্রাক  অটোরিকশাকে ধাক্কা  দেয় এ সময়  পথচারী হোসেন আলী আহত হয়। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বিষয়টি নিশ্চিত করেছে।

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১৩,২০২৩//