ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাষ্টফুল ফাউন্ডেশনের পক্ষ থেকে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য কামারুল আরেফীন (এম.পি)কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ট্রাষ্টফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
গতকাল বিকালে বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুন পাড়া এলাকায় তিনি এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সৌজন্য সাক্ষাত শেষে তিনি এমপি কামারুল আরেফিনকে ট্রাষ্টফুল ফাউন্ডেশনের ডায়েরী ও কলম তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, ট্রাষ্টফুল ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ আজিজ সঞ্চয়, ভেড়ামারা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, উপজেলা ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল ও বাংলার মাটি রক্ষা কমিটির সভাপতি সোলাইমান চিশতী।
এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ২১,২০২৪//