শেখ সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: জেলার কালীগঞ্জ উপজেলার শ্রুতিধরে ট্রেনের ধাক্কায় এক প্রতিবন্ধী নারী মারা গেছেন।
আজ বৃহস্পতিবার(২৫ জানুয়ারি) দুপুরে এ দূর্ঘটনা ঘটে। মৃতের জমিলা বেগম ( ৪৮) শ্রুতিধর গ্রামের ওসমান আলীর স্ত্রী।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট টু বুড়িমারীগামী কমিউটার ট্রেনটি শ্রুতিধর পৌচ্ছায়। সেখানে রেল লাইনের পাশে জমিলা বেগম দাঁড়িয়ে ছিল। সে মানুসিক ভারসাম্যহীন ছিল। তাই ট্রেনের হুইসেল শুনতে পায়নি। ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়।
লালমনিরহাট রেলওয়ে থানার এসআই আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় রেলওয়ে লালমনিরহাট থানায় অপঘাতে মৃত্যুর মামলা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post