Print Date & Time : 1 July 2025 Tuesday 4:24 pm

ট্রেনে কাটা পড়ে মাদ্রাসা শিক্ষার্থী নিহত

মো.আলাউদ্দীনঃ হাটহাজারীতে সাইমন আনসারী (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭-৩৫ মিনিটের দিকে পৌরসভার মাটিয়া মসজিদ এলাকা সংলগ্ন রেললাইনে এ দূর্ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় কাটিরহাট মুফিদুল ইসলাম ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থী তার প্রাইভেট শেষে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নাজিরহাটগামী লোকাল ট্রেনে করে বাড়ি ফেরার সময অসতর্ক অবস্থায় ট্রেন থেকে পড়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রান হারায়। এসময় তার দেহ কয়েক খন্ডে বিভক্ত হয়ে যায়। স্থানীয়রা হাটহাজারী মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রেল লাইন থেকে লাশ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে। রাত প্রায় ৯ টার দিকে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে  সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশটি রেলওয়ে হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত সাইমন আনসারী উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ মিয়াজান চৌধুরী বাড়ির  ইলিয়াসের ছেলে।

হাটহাজারী  রেলওয়ে স্টেশন মাস্টার জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আর//দৈনিক দেশতথ্য//৩১ আগষ্ট-২০২২