Print Date & Time : 15 May 2025 Thursday 4:00 pm

ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্রগ্রাম) প্রতিনিধি: হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে শাহাদাৎ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরের দিকে পৌরসভার আলীপুরস্থ রেললাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনার দিন দুপুরে পৌরসভা আলীপুর গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে স্থানীয় একটি নুরানী মাদ্রাসার ২য় শ্রেনীর ছাত্র শাহাদাৎ ছুটির পর বাসায় যাওয়ার পথে রেললাইন এলাকায় তেলবাহি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। পরে স্টেশন মাস্টার রেলওয়ে পুলিশকে দুর্ঘটনার খবরটি জানান।

হাটহাজারী রেলস্টেশনের দায়িত্ব প্রাপ্ত স্টেশন মাস্টার মো.জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, তেলবাহি ট্রেনে কাটা পড়ে শিশুটির দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এদিকে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসা ছাত্র শাহদাতের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে।

দৈনিক দেশতথ্য//এল//