Print Date & Time : 22 April 2025 Tuesday 3:38 am

ট্রেনে ধাক্কায় ঝিকরগাছা ইউপি চেয়ারম্যান নিহত

ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন যশোরের ঝিকরগাছা গদখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলী মোড়ল (৬৬) |

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার সৈয়দপাড়া নামক এলাকার রেললাইনে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ মৃতদেহটি রেললাইনের পাশ থেকে উদ্ধার করেছে ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তবে কেউ কেউ তার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন তুলছেন।

এলাকাবাসী জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় মর্নিং ওয়াকের সময় পেছন থেকে ঢাকা-বেনাপোলগামী দ্রুতগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মৃত্যুবরণ করেছেন। এসময় তার মৃতদেহ রেললাইনের পাশে পড়ে ছিল।

গদখালী ইউনিয়ন পরিষদের সদস্য শেখ আনারুল ইসলাম। চেয়ারম্যান শাহজাহান আলী মোড়ল প্রতিদিনের ন্যায় ভোরে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে বের হয়। মঙ্গলবার সকালে তিনি বাসা থেকে বেরিয়ে সৈয়দপাড়া রেললাইনের ওপর দিয়ে মর্নিং ওয়াক করে বাজারের দিকে আসছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রেনে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে আশেপাশের লোকজন রেললাইনের পাশে চেয়ারম্যানকে পড়ে থাকতে দেখে পুলিশ ও আশেপাশের লোকজনকে খবর দেয়।

ঝিকরগাছা থানার ওসি জানান, সকালে রেললাইনের পাশে ইউপি চেয়ারম্যান শাহজাহান আলীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। রেল পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

দৈনিক দেশতথ্য//এইচ//