মো.আলাউদ্দীনঃ ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১১ জনের মধ্যে ১০ জনের জানাযা নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
শান্ত শীল নামের একজনের লাশ হিন্দু ধর্মের রীতি অনুযায়ী তার গ্রামের বাড়ী উপজেলার সরকারহাটে সৎকার করা হয়েছে।
শনিবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একসঙ্গে ৫ জনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
নিহত ৫ জনের মরদেহ খন্দকিয়া গ্রামে নেওয়া হলে তাদের জানাযায় অংশ নিতে হাটহাজারীর বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত মানুষের ঢল নামে। দুর্ঘটনায় নিহত ১১ জনের মধ্যে শনিবার সকালে মোস্তফা নিরু, সামিরুল ইসলাম হাছান, রিদোয়ান ও সজীবের জানাজা নামাজ একসঙ্গে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় নজুমিয়া স্কুল মাঠে আরও ৩ জনের এবং ওই কোচিং সেন্টারের মাধ্যমে বন্ধুদের সাথে খৈয়ছড়া ঝর্ণা দেখতে যাওয়া ফতেপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সহয্যা পাড়ার মোহাম্মদ আজিজের সন্তান আশিক এর জানাযা সকাল ১০ টায় ফতেপুর ইউনিয়নের মদন ফকির মাজার মাঠে অনুষ্ঠিত হয়।
স্থানীয় সংসদ সদস্য ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, উপজেলা চেয়ারম্যান এসএম রাশেদুল আলম, উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম, চিকনদন্ডি ইউপি চেয়ারম্যান হাসান জামান বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা জুগিরহাট,মিকারপুর ইউপির পশ্চিম শিকারপুর কেএস নজুমিয়াহাট উচ্চ বিদ্যালয় ও বাতুয়ায় অনুষ্ঠিত জানাযা নামাজে অংশ নেন।
এর আগে শুক্রবার রাতে নিহত মারুফ ও জিসানের জানাজা নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল ।
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা এলাকায় মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। তাদের ১০ জনই হাটহাজারীর জুগিরহাট আর অ্যান্ড জে কোচিং সেন্টারের ছাত্র-শিক্ষক। অন্যজন মাইক্রোবাসটির চালক। এ ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসারত আছেন বলে জানা গেছে।
নিহতরা হলেন-হাটহাজারী উপজেলার আজিম সাব রেজিস্ট্রার বাড়ির হাজি ইউসুফের ছেলে মাইক্রোচালক গোলাম মোস্তফা নিরু (২৬), চিকনদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলিয়াছ ভুট্টোর ছেলে মোহাম্মদ হাসান (১৭), একই ইউনিয়নের খোন্দকার পাড়ার আবদুল হামিদের ছেলে জিয়াউল হক সজীব (২২), ৮ নম্বর ওয়ার্ডের আজিজ মেম্বার বাড়ির জানে আলমের ছেলে ওয়াহিদুল আলম জিসান (২৩), মজিদ আব্বাস চৌধুরী বাড়ির বাদশা চৌধুরীর ছেলে শিক্ষক রিদুয়ান চৌধুরী (২২), একই এলাকার আবদুল ওয়াদুদ মাস্টার বাড়ির আবদুল মাবুদের ছেলে ইকবাল হোসেন মারুফ (১৭), ৬ নম্বর ওয়ার্ডের মোজাফফর আহমেদের ছেলে মোসহাব আহমেদ হিসাম (১৬), আব্দুল আজিজ বাড়ির মৃত পারভেজের ছেলে তাসমির হাসান (১৭), মনসুর আলমের ছেলে মাহিম (১৭), ২ নম্বর ওয়ার্ডের আবু মুসা খানের বাড়ির মোতাহের হোসেনের ছেলে মোস্তফা মাসুদ রাকিব (১৯)।
আর//দৈনিক দেশতথ্য//৩০ জুলাই-২০২২//