Print Date & Time : 5 July 2025 Saturday 9:49 pm

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

আজম রেহমান,ঠাকুরগাঁও:বৃহস্পতিবার পীরগঞ্জ পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের ৩৬ তম বাজেট ঘোষণা করা হয়েছে।

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক নতুন কর আরোপ ছাড়াই ৫৬ কোটি ৯২ লক্ষ ১২ হাজার ২শ ১৪ টাকার বাজেট ঘোষণা করেন।

প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে এ বাজেট পৌরবাসীর মঙ্গল বয়ে আনবে বলে অনেকেই মত পোষণ করেন। প্রস্তাবিত বাজেট ঘোষনার সময় পৌর কাউন্সিলর, পৌর কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ব্যবসায়ী সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাজেটের উপর পর্যালোচনা ও উন্মুক্ত আলোচনায় অংশ নেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো:ইকরামুল হক, বীর মুক্তিযোদ্ধা কমরেড নুরুজ্জামান, আওয়ামীলীগ নেতা মো: শাহজাহান, আফতাব উদ্দিন, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক এনকে রানা, সাংবাদিক মোশাররফ হোসেন, দীপেন্দ্রনাথ রায়, পৌর নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো: নুরুজ্জামান, সহকারী প্রকৌশলী মো: শাহজাহান, পৌর সভার কর্মচারী সমিতির সভাপতি মো: তোজাম্মেল হক বকুল, সাধারন সম্পাদক হিসাব রক্ষন কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রধান সহকারী নুর মোহাম্মদ চৌধুরী প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এইচ/