আজম রেহমান, ঠাকুরগাঁও: জমির মালিকানা দ্বন্দে জেলার পীরগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের মারপিটের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা রুজু হয়েছে।
জানা যায়, ১ নং ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে জমি জমার জের ধরে প্রতিপক্ষের হামলা মারপিটে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন মৃত নারী সহ ৭জন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাজু আলীর মেয়ে শাহিনা আকতার(৩৩)। মৃতার মা রবিবার হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়ী ফিরেছে। অপরাপররা এখনো চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। মারপিট দাঙ্গা হাঙ্গামার ঘটনা ৭ আগষ্ট হলেও থানা পুলিশ কর্মবিরতীতে থাকায় এ বিষয়ে ক্ষতিগ্রস্তরা আইনের আশ্রয় নিতে পারেননি। পিটিয়ে হত্যার ঘটনায় রবিবার পীরগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলা নং- ১২।
এ ব্যাপারে নিহত শাহিনা আক্তারের ভাই নয়ন আলী বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে রবিবার পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই এরশাদ জানান, মামলাটি নিরপেক্ষ তদন্ত চলছে এবং আসামীদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে। উল্লেখ্য ঘটনাটি উপজেলা আওয়ামীলীগের ২ বড় নেতার পক্ষের লোক হওয়ার কারনে স্থানীয়ভাবে মিমাংশা হয়নি। বর্তমানে ২ নেতাই পলাতক রয়েছেন।

Discussion about this post