Print Date & Time : 3 August 2025 Sunday 11:22 am

ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী আটক

আজম রেহমান,ঠাকুরগাও:জেলার পীরগঞ্জ পুলিশের ভিযানে ২০০ পিস টার্পেন্টাডলসহ ১ মাদক ব্যবসায়ী আাটক হয়েছে।

মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রতন চন্দ্র রায়ের এর নেতৃত্বে, পুলিশ ফোর্স শহরের রঘুনাথপুর মুন্সিপাড়া মহল্লার পাকা রাস্তায় মাদক কারবারীী দিপু চন্দ্র রায়(২৭) পিতা গোবিন্দ চন্দ্র রায়, গ্রাম-এক্তিয়ারপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও ।

তাকে ২০০ পিস টার্পেন্টাডল ট্যাবলেট যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা সহ আটক করা হয়েছে।
এ ব্যাপারে আটক ব্যাক্তির বিরুদ্ধে এসআই রতন চন্দ্র রায় বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি মামলা রুজু করেছে। মামলা নং ১১ তারিখ ০৯.০৭.২৪ইং।
আসামীদের ১০ জুলাই জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরন করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//