আজম রেহমান,ঠাকুরগাও: ঠাকুরগাঁওয়ে ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করাা হয়েছে
পীরগঞ্জ উপজেলার বথপালিগাঁও গ্রামের জনৈক ইসলাম উদ্দিনের বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে ৪ জুন দুপুরের দিকে মাদক নিয়ন্ত্রন বিভাগ, ঠাকুরগাঁও জেলা কার্যালযের পরিদর্শক ফরহাদ আকন্দের নেতৃত্বে ৮ সদস্যের একটি দল অভিযান চালিয়ে ইসলামের ছেলে জাকির হোসেন(২২) ও তার ব্যবসায়িক পার্টনার মফিজুল ইসলামের ছেলে সজিব রানা(১৯)কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
এ সময় আসামীরা দীর্ঘদিন ধরেই এই ব্যবসার সাথে জড়িত বলে স্বীকারোক্তি প্রদান করেন। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালযের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ বাদী হয়ে
মাদকদ্রব্য সংরক্ষন,ক্রয়-বিক্রয় ও পরিবহনের অপরাধে ২ আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি মামলা রুজু করেছে। পীরগঞ্জ থানার মামলা নং ০৫ তারিখ ০৪.০৬.২৪ইং।
দৈনিক দেশতথ্য//এইচ//