ঠাকুরগাঁওয়ে পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ জন কে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা ডিবি পুলিশ কর্তৃক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মূলক অভিযান পরিচালনাকালে পীরগঞ্জ উপজেলার ১০নং- জাবরহাট ইউনিয়নের রনশিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী দুলাল হোসেন (৩৩) এর বসতবাড়ি তল্লাশী করে ৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
অন্যদিকে জেলার হরিপুর থানা পুলিশের অভিযানে আটঘরিয়া ১ নং গেদুড়া থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামি গ্রেফতার করা হয় । আসামিরা হলেন জমশেদ চৌধুরী ছেলে কাজল আক্তার ওরফে ককটেল (১৮), খায়রুল ইসলামের ছেলে সোহাগ (১৯), উভয়ের গ্রাম-মারাধর (দক্ষিনতলা)। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের অভিযানে পৌরসভাধীন ৮ নং -ওয়ার্ড থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামি গ্রেফতার করা হয় । মোজাম্মেল হোসেনের ছেলে ফয়সাল আল মাজিদ মৌসুম (৩৫), স্থায়ী সাং- হরিহরপুর, বর্তমান সাং- ইসলামবাগ (সৌদি প্রবাসী বাবুলের বাসার ভাড়াটিয়া),
গ্রেফতারকৃতেদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post