Print Date & Time : 20 July 2025 Sunday 10:21 am

ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২, মালামাল উদ্ধার

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ শ্যামনগরে শিক্ষক পরিমল কুমার রায়ের বাড়িতে শুক্রবার ১৪ জুলাই গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,তাদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে ডাকাতিকৃত কিছু মালামাল।

আরো জানাযায়, শনিবার ১৫ জুলাই শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাখায়েতুল ইসলামের নেতৃত্বে পুলিশ ফোর্স রাত সাড়ে ৩টার দিকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি হলেন, উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম আটুলিয়া গ্রামে আব্দুল গফুর ঢালীর ছেলে নয়ন ঢালী ও সদর ইউনিয়নের হায়বাতপুর গ্রামে শেখ ইসমাইল হোসেনের ছেলে শেখ জাহিদুল।

এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদ পেয়ে প্রথমে নয়ন ঢালীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে শেখ জাহিদুল কে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যক্তির স্বীকারোক্তি মতে আটুলিয়া গ্রামে ইউনুস গাজীর পরিত্যাক্ত খড়ের গাদার নিচ থেকে ২টি স্বর্ণের রুলি ও ৮হাজার টাকা সহ ৬টি শাড়ি উদ্ধার করা হয়। অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে।

দৈনিক দেশতথ্য///এস//