নিজস্ব প্রতিবেদকঃ ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, ডাক্তার ফিস ও ডায়াগনস্টিক সেন্টার এর বিভিন্ন টেস্টের মূল্য কমানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখা।
রবিবার সকালে কুষ্টিয়া কলেজ মোড় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব এ্যাড. শামিম উল হাসান অপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান লালু, বিজেপি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব কে এম জাহিদ।
এসময় এ্যাড. অপু বললেন, এদেশের অধিকাংশ মানুষই নিম্ন মধ্যবিত্ত। অধিকাংশ মানুষই রোগে আক্রান্ত হলে চিকিৎসা নেওয়ার সামর্থ্য নেই, অন্যদিকে দ্রুত গতিতে ওষুধের মূল্য বৃদ্ধি পাচ্ছে, চিকিৎসকরা তাদের ভিজিট বাড়াচ্ছে, এমনকি ডায়াগনস্টিক সেন্টার গুলো পরীক্ষা-নিরীক্ষার মূল্য বৃদ্ধি করছে। অতি দ্রুত ডাক্তারদের জন্য একটি নীতিমালার তৈরি করতে হবে। যেখানে সর্বোচ্চ ফিস ৫শ টাকা নির্ধারণ করতে হবে। অসহায় দুস্থ রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করতে হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সমাজ সেবক আবু মনি সাকলায়েন এলিন, রাসেল পারভেজ, শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিংকু, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজ্জামান তিতাস, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাসির আহমেদ মসনদ, সাবেক সদস্য সচিব আশরাফুল ইসলাম প্রমুখ।