চট্টগ্রাম প্রতিনিধি
কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ঈদ পূর্ণমিলনী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার (১৩ এপ্রিল) দুপুরে ডাঙ্গারচর আইডিয়াল স্কুলে এ ঈদ পূর্ণমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনটির সভাপতি আবদুল মোতালেব এর সভাপতিত্বে ও মোহাম্মদ মহি উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোঃ হারুন, মোঃ ইসহাক, মোঃ জসিম, রত্না দত্ত, মিজানুর রহমান, আবদুল হালিম, মোঃ সোলেমান, মোহাম্মদ আব্বাস প্রমুখ।
অনুষ্ঠান শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থী খালেদা আক্তার মিতু, ফারহাতুল আবরার ও মোহাম্মদ ফাহিম কে সংবর্ধনা ও আর্থিক ভাবে সহযোগিতা করা হয়।
শিক্ষার্থীরা সকলের কাছে দোয়া চেয়েছেন। তাঁরা যেন মানুষের মতো মানুষ হয়ে দেশ ও গ্রামের উন্নয়ন ভূমিকা রাখতে পারেন।
এবি//দৈনিক দেশতথ্য //১৩ এপ্রিল ২০২৪//