Print Date & Time : 11 May 2025 Sunday 12:47 am

ডায়গোনস্টিক সেন্টারে টিকা দান কেন্দ্র উদ্ধোধন

কুড়িগ্রাম এন সি ডি কমিউনিটি হাসপাতাল ও ডায়গোনেস্টিক সেন্টারে সোমবার বিকেলে বিভিন্ন রোগের টিকা দান কেন্দ্র উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন মোঃ মঞ্জুর মোর্শেদ। বক্তব্য রাখেন কুড়িগ্রামের সাবেক তত্বাবোধায়ক ডাঃ অজয় কুমার রায়,সাবেক সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, কুড়িগ্রামের বি এম এ সভাপতি ডাঃ মো নাসির, বি এম এর সম্পাদক মোঃ লোকমান হোসেন, ডাঃ মওদুত হোসেন ও এন সি ডি হাসপাতালের এম ডি মঞ্জু শ্রী সাহা প্রমুখ। 

অনুষ্ঠানে কুড়িগ্রাম সদর হাসপাতালের মেডিসিন বিশেষঙ্গ ডাঃ মইনুদ্দীন আহমেদ হেপাটাইটিস বি ও ডাঃ এলিনা পারভিন জরায়ু ক্যান্সার প্রতিরোধে দিক নির্দেশনা বক্তব্য প্রদান করেন। 

কুড়িগ্রাম এন সি ডি কমিউনিটি হাসপাতাল ও ডায়গোনেস্টিক সেন্টারে এখন থেকে হেপাটাইটিস বি, টাইপয়েড, সাপের এন্টি ভেনাম,কুকুর বিড়ালের রেবিস সহ সব ধরনের টিকা স্বল্প মূল্যে রোগীদের মাঝে দেয়া হবে। কুড়িগ্রাম জেলায় বেসরকারী ভাবে এই প্রথম বিভিন্ন রোগের টিকা দান কেন্দ্র খোলা হলো।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৬,২০২২//