Print Date & Time : 29 July 2025 Tuesday 12:33 pm

ডা: তাপস কুমার সরকারকে ফুলেল শুভেচ্ছা

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. তাপস কুমার সরকারকে জনপ্রিয় মানবিক চিকিৎসক, করোনাযোদ্ধা হিসেবে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। ফুলেল শুভেচ্ছা দিয়েছে কালপুরুষ প্রজেক্ট সিন্ডিকেটের অন্তর্ভুক্ত কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদ ও গড়াই ক্রীড়া সংসদ এবং অনলাইন পত্রিকা নতুন টাইমস সংগঠনের নেতৃবৃন্দ।
আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া বার ইউনিটের সদস্য সচিব, কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও নতুন টাইমসের আইন সম্পাদক অ্যাডভোকেট মো.মুহাইমিনুর রহমান পলল বলেন করোনাকালীন সময়ে কুষ্টিয়া অঞ্চলের রোগিদের সর্বোচ্চ সেবা দিয়েছিলেন ডা. তাপস কুমার সরকারের নেতৃত্বাধীন কুষ্টিয়া সরকারি হাসপাতালের মেডিক্যাল টিম। বারংবার করোনা আক্রান্ত হয়েও তিনি মৃত্যুভয় উপেক্ষা করে গণচিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। তার এই অবদানের কথা কুষ্টিয়ার মেডিক্যাল ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে।  
দৈনিক যায়যায়দিনের কুষ্টিয়া সদর প্রতিনিধি, গ্লোবাল টিভির কুষ্টিয়া প্রতিনিধি এবং নতুন টাইমসের সম্পাদক ও প্রকাশক ইঞ্জিনিয়ার সনি আজিম বলেন, ” জেলাবাসীর সৌভাগ্য, পুনরায় ডা. তাপসকে জেলার স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ দায়িত্বে পুনরায় পাওয়া।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়া কন্ঠের সম্পাদক এবং প্রকাশক নাব্বির আল নাফিজ, গড়াই ক্রীড়া সংসদের প্রস্তাবিত কমিটির চেয়ারম্যান ক্রীড়া সংগঠক নকিব হাসান মান্তু, সাংগঠনিক সম্পাদক ও থানাপাড়া ঈদগাহ কমিটির সদস্য ফয়সাল ইকবাল মৌসুম, দপ্তর সম্পাদক নাদিমুজ্জামান তনু, কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান মিনহাজ উদ্দিন শিমুল, কোষাধ্যক্ষ কোরবান শেখ হিল্লোল, নির্বাহী সদস্য ও স্যানিটারি মেকানিক মিলন হোসেন, সাধারণ পর্ষদ সদস্য তুহিন খান, সাংবাদিক প্রত্যয় দাস, ব্যবসায়ী ও সমাজসেবক ফাহিম করিম সহ সংগঠনের সদস্যগণ।

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১২,২০২৩//