মৌলভীবাজার প্রতিনিধি : সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মদের বদললীজনিত বিদায় উপলক্ষে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল (২২ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে পৌর জনমিলন কেন্দ্রে এই সংবর্ধনা দেয়া হয়েছে।
পৌর মেয়র মোঃ ফজলুর রহমানে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনে সংসদ সদস্য নেছার আহমদ।
বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মদ পিপিএম।
জেলা শিশু বিষায়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ,,সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দেবাশিষ দেবনাথ, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সামছুল ইসলাম, সাবেক যুগ্ম সচিব বনমালী ভৌমিক, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ।
বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা জজ আদালতের পিপি এডভোকেট রাধাপদ দেব সজল, সাবেক পিপি এস এম আজাদুর রহমান আজাদ, বিএমএর সভাপতি ডাঃ ছব্বির হোসেন খান, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মহিম দে, পৌর কাউন্সিলর আসাদ হেসেন মক্কু, ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্নাদত্ত সহ অন্যন্যরা।
সংবর্ধিত সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বলেন, আজ থেকে ২৫ বছর আগে যখন চাকরিতে যোগ দিয়েছিলাম তখন থেকেই মৌলভীবাজার জেলায় চাকুরী করার ইচ্ছা ছিল। কিন্তু সুযোগ নাহলেও সিলেটের ডিআইজি হওয়ার পর সেই ইচ্ছা অনেকটা পূরণ হয়েছে। তিনি আরও বলেন, মৌলভীবাজারে স্বশরীরে না থাকলেও অনেক সময় কাটিয়েছেন। তিনি মৌলভীবাজারের মানুষকে ভালো পেতেন, তাই মৌলভীবাজার নিয়ে কবিতা লিখেছেন। আমি এখান থেকে যাওয়ার পর মৌলভীবাজারের স্থানীয় পত্রিকায় যেনো এই কবিতাগুলি ছাপা হয় সেই আশাবাদ তিনি ব্যক্ত করেন।
পরে বদললীজনিত বিদায়ী সংবর্ধিত ব্যক্তি ডিআইজি মফিজ উদ্দিন আহম্মদের হাতে পৌর নাগরিকদের পক্ষে মেয়র ফজলুর রহমান সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post