Print Date & Time : 2 July 2025 Wednesday 10:20 am

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, বরগুনা: বরগুনা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ও একাত্তর টিভির বরগুনা প্রতিনিধি ইমরান টিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে বরগুনায়।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে বরগুনার অগ্নিঝরা একাত্তর প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করে বিভিন্ন সাংবাদিক সংগঠন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার প্রধান বাঁধা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। এ আইন দূর্নীতিবাজদের এক শক্তিশালী হাতিয়ার। ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগের ফলে অপরাধীদের বিচার না হয়ে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়। অতিবিলম্বে এ আইন বাতিলের দাবি জানান সরকারের কাছে।

বরগুনা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন বরগুনা রিপোটার্স ইউনিটি, বেতাগী প্রেসক্লাব, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাব, তালতলী প্রেসক্লাব, তালতলী সাংবাদিক ফোরাম, মির্জাগঞ্জ প্রেসক্লাব, পটুয়াখালী প্রেসক্লাবের সদস্যরা।

দৈনিক দেশতথ্য//এল//