সেলিম আহামেদ তাক্কু ॥ ডিজিটাল বা আধুনিকতার ছোয়া লাগেনেনি কুষ্টিয়ার রেল গেট গুলার কোথাও লোহার গেট কোথাও লোহার খাম্বা আবার কোথাও দড়ি টাঙিয়ে ও বাঁশ দিয়ে রেল গেট বানিয়ে যুগের পর যুগ চলছে যানবাহন ঠেকানোর রেল গেট ! ফলে ট্রেনের সিগন্যাল হলেও সাইকেল মটরসাইকেল খাম্বা রেল গেটের নিচ দিয়ে জীবনের ঝুকি নিয়ে পারাপার হচ্ছে প্রতিনিয়ত যা বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে যে কোন মুহূর্তে ! তথ্যনুসন্ধ্যানে ও সরেজমিনে জানা গেছে, প্রতিদিন কুষ্টিয়ার ওপর দিয়ে প্রায় ডজনখানেক ট্রেন চলাচল করে থাকে আর এই ভাবেই লকডাউন হয়ে জীবনের ঝুঁকি নিয়ে গেট পারাপার করছে সাইকেল বাইক ! সেখানে বাধা দেওয়া মত মানধাত্তা আমলের যে গেট রয়েছে তা দিয়ে মানুষ বা যানবাহন প্রতিরোধ করা যাচ্ছে না কোন ভাবে,সচেতন মহল বলছেন বড় ধরনের দূর্ঘটনা এড়াতে ডিজিটাল যুগের ডিজিটার পদ্ধতী অবলম্বন করতে হবে যাতে সিগন্যাল পড়লে গেট দিয়ে শুধু সাইকেল বা বাইক নয় মানুষও যাতে পারাপার হতে না পারে ! রেল গেট দিলেও কেউ নিচ দিয়ে পাশ দিয়ে উপর দিয়ে যেতে না পারে! ইতিমধ্যে বেশ কিছু দুর্ঘটনাও ঘটছে যা জীবন দিয়ে মাসুল দিতে হচ্ছে তাদের ! অব্যবস্থাপনার কারণে দুর্ঘটনার পর নামমাত্র তদন্ত টিম গঠন করা হয় এরপর ফাইল কোথায় হারিয়ে যাচ্ছে তা কেউ জানে না সম্প্রতি কয়েকদিন আগে বেশ কয়েকটি পত্রিকায় কুষ্টিয়া কোট স্টেশন সংলগ্ন রেলগেটের হাল চিত্রের উপর সংবাদ পরিবেশন হয়েছে এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু নড়েচড়ে বসেছে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে সংস্কারের জনসাধারণের কিছুটা হলেও কষ্ট দূর্ভগ লাঘব হয়েছে ! সচেতন মহল বলছে দেশে এত উন্নয়ন হয়েছে কিন্তু কুষ্টিয়ার ওপর দিয়ে যেসকল রেলগেট চলে গেছে তার কোন উন্নয়ন হয়নি অবিলম্বে রেলগেট সংস্কার ও সিগন্যাল ব্যবস্থা চালু করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে অভিজ্ঞ মহল।

Print Date & Time : 2 August 2025 Saturday 4:18 pm