Print Date & Time : 18 July 2025 Friday 12:48 am

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৩ বছর করায় কুষ্টিয়ায় বিক্ষোভ

চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের সময়সীমা কমিয়ে তিন বছরে করার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। 

বিক্ষোভ কর্মসূচিতে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের কয়েকহাজার শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভ মিছিল করায় শহরে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পর সড়ক থেকে শিক্ষার্থীরা সরে যান। বিকেলে আবারও শিক্ষার্থীরা কোর্সকে তিন বছরে নির্ধারণ করায় শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে প্রেস ব্রিফিং করে।

প্রেস ব্রিফিংএ আন্দোলনকারী শিক্ষার্থী ফারহান আহমেদ বলেন, ‘১২ আগস্ট ঢাকা পলিটেকনিক শিক্ষক সম্মেলনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের সময়সীমা কমিয়ে ৩ বছরে রূপান্তরের উদ্যোগের কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। আমরা শিক্ষামন্ত্রীর এমন মন্তব্যে উদ্বিগ্ন। এক অদূরদর্শীভাবে ডিপ্লোমা কোর্সের সময়সীমা হ্রাসের কথা ভাবা হচ্ছে। এতে করে আমরা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হব।’

শিক্ষার্থী মুস্তাফিজুর বলেন, ‘আমাদের দাবি, অবিলম্বে শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্য প্রত্যাহার করে ছাত্রদের ক্ষোভ নিরসন করবেন। শুধু আমরা না, সারা দেশের পলিটেকনিকের শিক্ষার্থীরা এই উদ্যোগের কথা শুনে ক্ষুব্ধ। আমরা শিক্ষামন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশা করি না।’

পলিটেকনিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, হোস্টেল সুবিধা সম্প্রসারণ, ব্যবহারিক পরীক্ষার জন্য উন্নতমানের যন্ত্রাংশ সরবরাহের দাবি জানান এই শিক্ষার্থী।

তাঁরা আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তকে হটকারী আখ্যা দিয়ে বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাব্যবস্থা ধ্বংসের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ চলছে। এ ধরনের অদূরদর্শী ও আত্মঘাতী সিদ্ধান্ত থেকে শিক্ষা মন্ত্রণালয় সরে না এলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যাবে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় যখন সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে শিক্ষার মূল স্রোতোধারায় নিয়ে আসার জন্য নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে, ঠিক সেই মুহূর্তে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন পরিকল্পনাকে নস্যাৎ করবে। যে কোর্স দীর্ঘ ১০ বছর বহু স্টাডি গবেষণা ও আলোচনা পর্যালোচনাপূর্বক চালু করা হয়েছে, দেশ–বিদেশে সমাদৃত সেই কোর্সকে ৩ বছরে নামিয়ে আনার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য আহ্বান জানান তাঁরা।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২৪,২০২২//