Print Date & Time : 21 April 2025 Monday 7:38 am

ডিমলায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নীলফামারীর ডিমলায় খালিশা চাপানি ইউনিয়নে বিভিন্ন অনিয়মসহ পর্যাপ্ত শিক্ষকের দাবিতে  ডালিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার  সকাল থেকে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। 

এ সময় ক্ষোভে ফুঁসে ওঠা সাধারণ শিক্ষার্থীরা বিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকের সামনে গোডাউনের হাট- রংপুর প্রধান সড়ক অবরোধ করে তাদের দাবি বাস্তবায়নের জন্য বিক্ষোভ মিছিল পরিচালনা করেন।এতে দীর্ঘসময় অফিসপাড়া জুড়ে যানজট সৃষ্টি হয়। 

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষাবর্ষ শুরুর পর দেড় বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো বেশিরভাগ শিক্ষার্থী সব বই হাতে পায়নি। পর্যাপ্ত শিক্ষক না থাকায় রুটিন মোতাবেক ক্লাস,বিজ্ঞান বিভাগের ক্লাস ও প্রাক্টিক্যাল ক্লাস হয় না।

 এছাড়াও ভ্যাপসা গরমে শ্রেণীকক্ষে অপর্যাপ্ত বৈদ্যুতিক পাখা, স্বাস্থ্য সম্মত শৌচাগার ও ওয়াশরুম নেই এবং শীতকালীন খেলাধুলাসহ আনুসাঙ্গিক সমগোত্রীয় বিষয়ে কোন লেখাপড়ার বালাই নেই। 

শিক্ষার্থীরা দাবি করেন,  বেশিরভাগ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বিতর্ক, বার্ষিক ক্রীড়া নেই শুধু। আধুনিক শিক্ষা কার্যক্রমসহ শিক্ষাব্যবস্থার তেমন পরিবর্তন নেই বিদ্যালয়টিতে। যে কারনে দিনের পর দিন শিক্ষার গুনগত মান কমতে শুরু করেছে এখানে।

শিক্ষার্থীদের অন্যতম দাবি, আধুনিক শিক্ষা ব্যবস্থার সব সুযোগ-সুবিধাসহ বিদ্যালয়  ক্যাম্পাসের সব ধরনের অনিয়ম দূর করে নিয়মিত পাঠদান শুরু করতে হবে।

দশম শ্রেণীর নুর ইসলামসহ কয়েকজন শিক্ষার্থী জানান, বিদ্যালয়ে বিজ্ঞানাগার আছে কিনা সেটাও তাদের জানা নেই।ক্লাসও ঠিকমতো হয়না ।  কিছুদিন পরেই এসএসসি পরীক্ষা অথচ তারা জানেইনা প্রাক্টিক্যাল ক্লাস কি?

বেলা ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বেলায়েত হোসেন ও ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান কেঞ্জুল  আগামী এক মাসের  মধ্যে দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

ইউএনও বলেন, শিক্ষার্থীদের সব ধরনের যৌক্তিক দাবি পর্যায়ক্রমে পূরন করা হবে। এ জন্য স্থানীয় চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

 রাজা/দৈনিক দেশ তথ্য//সেপ্টেম্বর ০৭,২০২২//