বরগুনা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বললেন, ডিসি ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করায় এক ব্যবসায়ীর মা স্ট্রোক করে এখন মৃত্যূ পথযাত্রী।
বরগুনার জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান সহ ৩ জনের বিরুদ্ধে দেওয়ানী আদালতে মামলা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, রবিবার(১১ সেপ্টেম্বর) সকালে নজরুল ইসলাম সড়কের ব্যবসায়ী আলহাজ্ব আবুল কালাম বাদী হয়ে বরগুনা সহকারী জেলা জজ আদালতে মামলাটি করেন। মামলাটি আমলে নিয়ে ১৫ দিনের মধ্যে জবাব দেয়া জন্য শোকজ সহ মূল নথি তলব করেছেন বিচারক। মামলার অন্য বিবাদীরা হলেন বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: কাওসার উদ্দিন ও এসিল্যান্ড নিজাম উদ্দিন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বরগুনা শহরের এস এ অথবা আর এস খতিয়ানে রেকডভূক্ত ৩২ একর জমি খাশ খতিয়ানে নিয়ে একশনা বন্দোবস্ত দেয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন । এজন্য তারা আদালত এবং ভূমি অফিসে বেশ কয়েকটি মামলা দিয়েছে স্থানীয় জমির মালিকদের বিরুদ্ধে যারা ৭০ থেকে ১০০ বছর ধরে জমিতে বসবাস করছে। তাদের রেকড বাতিল করে শহরের সকল জমি খাশ খতিয়ান করার জন্য ভূমি অফিসে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক।
এ বিষয়ে বরগুনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরশহরের জমির মালিক গোলাম সরোয়ার টুকু বলেন, এটা প্রশাসনের এক ধরনের স্বেচ্ছাচারিতা। ডিসি ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করায় একজন ব্যবসায়ীর মা স্ট্রোক করেছেন। তিনি এখন মৃত্যূ পথযাত্রী।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৩,২০২২//

Discussion about this post