Print Date & Time : 5 August 2025 Tuesday 5:20 pm

ডুমুরিয়ায় এ্যাম্বুলেন্সের ধাক্কায় নারীর মৃত্যু

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ার চুকনগরে এ্যাম্বুলেন্সের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সাথে থাকা অপরজন গুরতর আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা মঠ মন্দিরের সন্নীকটে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় ভোরে হাঁটতে বের হয়েছিলেন, গোবিন্দকাটি গ্রামের দুই জন নারী। তারা রাস্তার পাশ দিয়ে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন।

পথিমধ্যে ঘটনাস্থলে পৌছালে খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী লাশবাহী ঢাকা মেট্রো-ছ-৭১-০০০৮ নম্বরের এ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের সজোরে ধাক্কা দেয়। এসময় এ্যাম্বুলেন্সটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। আর প্রচান্ড আঘাত পেয়ে পথচারীদের মাথা ও মুখমণ্ডলে আঘাত লেগে রক্তাক্ত জখম হয় এবং প্রচুর রক্ত ক্ষরণে ঘটনা স্থলে মারা যায় সুবর্না খাঁ (৫০)। সে ডুমুরিয়া থানাধীন গোবিন্দকাটি গ্রামের সেবা দাসের স্ত্রী।

এ সময় তার সাথে থাকা একই গ্রামের আবু সাঈদ মোড়লের স্ত্রী পারভীন বেগম (৪৮) গুরতর আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে খর্ণিয়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ফজলুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়েছে। দূর্ঘটনা কবলিত এ্যাম্বুলেন্সটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।