শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: পারিবারিক কলহের জের ধরে খুলনার ডুমুরিয়ার চুকনগরে মালা বেগম (৩০) নামের এক গৃহবধূ বিষপানে আত্নহত্যা করেছে।
শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সে নিজ ঘরের শয়নকক্ষে বিষ পান করে আত্নহত্যা করে। ডুমুরিয়া উপজেলার দক্ষিণ চুকনগর গ্রামের নাসির উদ্দীন মাহমুদের স্ত্রী সে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্বামী নাসির উদ্দীনের সাথে স্ত্রী মালা বেগমের পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে ঝগড়া হয়। এরই জের ধরে স্ত্রী মালা বেগম রাগে-ক্ষোভে পরিবারের সকলের অগোচরে নিজ ঘরের শয়নকক্ষে গিয়ে বিষ পান করে। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন বিষপানের ব্যাপারে বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৪ বছরের পুত্র আব্দুল্লাহ ও ৯ মাসের পুত্র হোজাইফাকে রেখে যান। এ রির্পোট লেখা পর্যন্ত লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ডুমুরিয়া থানার ওসি সেখ কনি মিয়া ওই গৃহবধূর বিষ পানে আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
আর//দৈনিক দেশতথ্য//২ সেপ্টেম্বর-২০২২