শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি:খুলনার ডুমুরিয়ার চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি’র (৪৬) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুলাই) সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা পরিষদের আয়োজনে বাসস্ট্যান্ড চত্ত্বরে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানে উপজেলার সর্বোস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, সদর ইউনিয়নের চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, রুদাঘরা ইউনিয়নের চেয়ারম্যান গাজী তৌহিদ, ভান্ডার পাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, মাগুরখালী ইউনিয়নের চেয়ারম্যান বিমল সানা।
এতে চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, খর্ণিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ দিদার হোসেন, অধ্যক্ষ সমারেশ, মনিরুল ইসলাম, ধামালিয়া ইউপি চেয়ারম্যান জহিরুল হক, মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, রং পুর ইউনিয়নের চেয়ারম্যান সমারেশ মন্ডল, ইউ পি সদস্য মিজানুর রহমান, ইউপি সদস্যা লাকি সুলতানা, মনোরঞ্জন দাস, সিদ্ধাত চ্যাটার্জি, গ্রাম পুলিশ হারানসহ উপজেলার সর্বোস্তরের মানুষ অংশগ্রহণ করেন ।
ডুমুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোবিন্দ ঘোষের সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//