Print Date & Time : 22 April 2025 Tuesday 4:56 pm

ডুমুরিয়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে ছুরিকাঘাতে মোঃ রাসেল গাজী (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন
খর্নিয়া ফাহিম ফিলিং স্টেশনের পূর্বপার্শ্বে এ ঘটনাটি ঘটেছে।

সে উপজেলার খর্নিয়া গ্রামের মৃত মো: মোতালেব গাজীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মো: রাসেল শেখ নামের প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ওই যুবক মোটরসাইকেল যোগে ডুমুরিয়ার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের
খর্নিয়া ফাহিম ফিলিং স্টেশনের পূর্বপার্শ্বে এলাকায় পৌছালে অপর একটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত জেনে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ হক জানান, খর্নিয়া এলাকায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত এক যুবককের মোটরসাইকেলের গতিরোধ করে অজ্ঞাত দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোঘণা করেন।

সর্বশেষ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক আইনি প্রকিয়া শেষে লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি নিশ্চিত করেছেন।