Print Date & Time : 5 July 2025 Saturday 1:22 am

ডুমুরিয়ায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ ২জন নিহত

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৮মাসের শিশুসহ ২জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৫ মে) বিকাল ৫টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের চুকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়ার খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে খুলনা চুকনগর মহাসড়কের ডুমুরিয়া বাজারের মহিলা কলেজের সামনে পিকআপ ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপের ধাক্কায় ভ্যানযাত্রী মায়ের কোল থেকে ছিটকে পড়ে ৮মাসের শিশু ডুমুরিয়া গ্রামের মোঃ ইব্রাহিম হোসেনের মৃত্যু হয়। এসময় শিশুটির মাতা রাবেয়া বেগম (৩৫) ও পিতা শরিফুল ইসলাম (৪৮) আহত হন। গুরুত্বর আহত অবস্থায় রাবেয়া বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশংঙ্কাজনক। শরিফুল ইসলামকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে।

ঘটনার কিছুক্ষণ পরেই চুকনগর-খুলনা মহাসড়কের বরাতিয়া মোবাইল টাওয়ারের সন্নিকটে পৌছালে চুকনগর থেকে ছেড়ে আসা বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত হয়। সে নড়াইল  উপজেলার আতশপাড়া গ্রামের নিমাই বিশ্বাসের পুত্র রনি বিশ্বাস (৩০)। 

ঘটনার পর তাৎক্ষণিক বাসটি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেলেও পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//মে ৫,২০২২//