খুলনা ডুমুরিয়ার সেনপাড়ায় বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শরাফপুর ইউনিয়নের দক্ষিণ সেনপাড়া গ্রামে হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে। সর্বশেষ দুই সহোদরের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে।
নিহতরা হলো, উপজেলার ৮নং শরাফপুর ইউনিয়নের দক্ষিণ সেনপাড় গ্রামেন মৃত হাচেন মোড়লের বড় ছেলে নাজমুল হোসেন মোড়ল (৩২) ও ছোট ছেলে এনামুল ইসলাম মোড়ল (২৪)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে তারা সেনপাড়া বিলে ঘুনি/চারো দিয়ে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
এব্যাপারে সরাফপুর ইউনিয়ন আ’লীগের আহ্বায়ক এইচ এম উবাইদুল্লাহ জানান, শুক্রবার বিকেলে দু’ ভাই একইসাথে স্থানীয় বিলে চারো দিয়ে মাছ শিকার করতে যায়। ধারণা করা হচ্ছে আকাশে মেঘের গর্জনে তারা বাড়ির উদ্দেশ্য রওনা দিলে বিকেল সাড়ে ৫টার দিকে বিলের মধ্যেই বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে। সর্বশেষ একইসাথে দু’ সহোদরের মৃত্যুর ঘটনায় পরিবারসহ স্থানীয়দের মাঝে শোকের মাতম বিরাজ করছে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০৯,২০২২//