Print Date & Time : 2 July 2025 Wednesday 12:24 pm

ডুমুরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ২,আহত-১১

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দু’জন নিহত হয়েছে। বুধবার(১ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক সাতক্ষীরার তালা উপজেলার খলিসখালী গ্রামের আলী ওসমান।তিনি একটি ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টটেটিভ ছিলেন।

অপর জন খুলনার ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের আব্দুল খালেক। তিনি পেশাশ একজন গাছ কাটা শ্রমিক ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করেছে।

ডুমুরিয়া থানার এস আই মো: শফিক জানান,খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে ৮ টার দিকে ডুমুরিয়ার গুটুদিয়া এলাকার পিসিএফ ইন্ডাস্ট্রিজ এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হয় ও বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়েলে বাসের একজন যাত্রী নিহত হয়। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

এবি//দৈনিক দেশতথ্য// জুন ০১,২০২২//