Print Date & Time : 4 July 2025 Friday 8:36 am

ডুমুরিয়ায় মাছ চুরি করায় এক মাসের কারাদন্ড!

খুলনার ডুমুরিয়ার ঝিলেরডাঙ্গার তালতলায় সুকুমার বালার ছেলে সুব্রত বালার
মৎস্য ঘেরে বিষ ট্যাবলেট প্রয়োগ করে মাছ চুরিরকালে কৃষ্ণ মন্ডল (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন ভুক্তভোগী ঘের মালিকসহ স্থানীয়রা।
মঙ্গলবার (১০ মে) দুপুর ১ টার দিকে ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা গ্রামের তালতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। আটক কৃষ্ণ মন্ডল পাইকগাছা উপজেলার মঠবাটি গ্রামের সন্তোষ মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযুক্ত কৃষ্ণ মন্ডল মাছ চুরির উদ্দেশ্যে ডুমুরিয়ার সুব্রত বালার চিংড়ি ঘেরে বিষ ট্যাবলেট প্রয়োগ করে। এসময় ওই ঘেরের বাগদা, গলদাসহ অন্যান্য ভেসে ওঠা মাছ ধরার সময় ঘের মালিকসহ স্থানয়ীরা ওই যুবককে হাতেনাতে আটক করে ডুমুরিয়া উপজেলা মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও ডুমুরিয়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আটক কৃষ্ণকে পুলিশি হেফাজতে নেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মামুনুর রশিদ সরেজমিনে ঘটনাস্থলে পৌছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন – ২০০৯ এর ৪২ ধারা ও দণ্ডবিধি ১৮৬০ এর ২৭৩ ধারায় আসামী কৃষ্ণ মন্ডল’কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ডুমুরিয়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আবুবকর সিদ্দিক মামলার প্রসিকিউশন দাখিল করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান এ ধরনের অপরাধকারীদেরকে কোন প্রকার ছাড় দেয়া হবে না। আগামীতেও উপজেলা  প্রশাসনের সহযোগিতায় আইন অমান্যকরীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এবি//দৈনিক দেশতথ্য//মে ১০,২০২২//