Print Date & Time : 10 May 2025 Saturday 11:10 pm

ডুমুরিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে মিম (১১) নামের ৫ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার আন্দুলিয়া গ্রামের মোঃ জাহিদুুল বিশ্বাসের ছোট মেয়ে ও
আন্দূলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ জুলাই) সকালে সে তার
মায়ের সাথে মামা বাড়ি হাসানপুর থেকে ভ্যান যোগে বাড়িতে ফিরছিল।
পথিমধ্যে হাসানপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছালে ভ্যানের চাকায় মিমের গলার ওড়না পেঁচিয়ে সে প্রচণ্ড আঘাত প্রাপ্ত হয়।তাৎক্ষণিক মারাত্মক আহত
অবস্থায় মিমকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হলে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে
ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ৮টার দিকে খাদিজা আক্তার মিমের মৃত্যু হয়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া মিমের মৃত্যুর
বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক দেশতথ্য//এল//