শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় পরীক্ষা দিতে এসে অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
সপ্তম শ্রেণীতে পড়ুয়া নিহত সুরজিত বসাক উপজেলার রংপুর কালিবাটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ও রংপুর বকুল তলা গ্রামের অনপতি বসাকের ছেলে।
মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার রংপুর কালীবাটী মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ঠ বিদ্যালয়ের শিক্ষক ও নিহত স্কুল ছাত্রের পরিবারের সাথে কথা বলে জানাযায়, সুরজিত বসাক নামের ওই স্কুল ছাত্র মঙ্গলবার সকালে মুল্যায়ন পরীক্ষায় অংশ গ্রহণের জন্য বাড়ি থেকে স্কুলে পৌঁছায়। এরপর সকাল ১০ টায়
পরীক্ষা শুরুর আগ মুহূর্তে সুরজিত আকষ্মিক জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক শিক্ষার্থীদের সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষকরা তাকে চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথিমধ্যেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে রংপুর কালিবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ বল জানান, সুরজিত নামের ওই ছাত্রের পূর্ব থেকেই এ্যাজমা বা শ্বাসকষ্ট রোগ ছিল। সম্ভবত অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সে জ্ঞান হারালে অন্যান্য শিক্ষার্থীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনায়
নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
ডাক্তারদের বরাতদিয়ে তিনি সুরজিতের মৃত্যু স্ট্রোক জনিত কারণে হয়েছে বলে জানিয়েছেন।
সর্বশেষ স্কুল ছাত্র সুরজিতের মৃত্যুতে তার পরিবার, সহপাঠি, শিক্ষকগণসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post